Homeসাহিত্যপাঁচু কাকা- রফিকুল ইসলাম নান্টুর ছড়া

পাঁচু কাকা- রফিকুল ইসলাম নান্টুর ছড়া

পাঁচু কাকা

রফিকুল ইসলাম নান্টু

পাঁচুকাকা কয়’না কথা
ভাত হারানোর ভয়ে,
চলতে তিনি ধাপটি ফ্যালেন
অনেক রয়ে সয়ে।

পাঁচু কাকার ওজন ভারি
রাখতে হবে ঠিক,
বিচার করে বলেন কথা
ভেবে সকল দিক।

বদন ভরা হাঁসি কাকার
কথায় ছুরীর ধার,
আবলতাবল বললে কথা
পাবেন’না কেউ পার।

উচিৎ কথা বলেন কাকা
কাব্য এবং ছন্দে,
সব মিলিয়ে মানুষ তিনি
ভালো এবং মন্দে।

পাঁচু কাকা সবার প্রীয়
থাকবে চিরকাল,
সবাই বলেন পাঁচু কাকা
জীও হাজার সাল।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments