Homeজেলাজুড়েনাটোরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা, সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ

নাটোরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা, সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ

নাটোর নিউজ: নাটোরে হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরী ভিত্তিতে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিতেএ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

নাটোরে হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরী ভিত্তিতে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির অনুষ্ঠিত সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে নাটোরে আজ করোনা সনাক্তের হার বৃদ্ধি পেয়েছে ৫৩ শতাংশে। এদিন ৩১ জনের শরীরের নমুনা পরীক্ষা করে নতুন ১৭ জন করোনা সনাক্ত হয়েছেন। করেনায় সংক্রমিত ব্যক্তির মধ্যে নাটোর সদরে ১৪ জন ,সিংড়া ২জন এবং বাগাতিপাড়ায় ১জন। নাটোরের সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান করোনায় আজকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নাটোরে আক্রান্তের হার অনেক বেশী । এ নিয়ে আজ পর্যন্ত নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৭৬৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৯৩ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরার্মশ দেওয়ার পাশাপাশি শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। জেলার বিভিন্ন পয়েন্টে পু্লিশ সতর্ক অবস্থান নিয়েছে।বর্তমানে মোট আক্রান্ত ২৪৬ জনের মধ্যে ৩২ ব্যক্তি নাটোর সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করছেন এবং ২১৪ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন। জেলায় আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৫ ব্যক্তি।

নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, বর্তমান পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না আসার পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়া স্বাস্থ্য বিধি ও মাস্ক ব্যবহারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারণার পরিধি বৃদ্ধি, খাবার হোটেলগুলোতে বসে খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করে পার্সেল বিক্রি এবং করোনা পজিটিভ ব্যক্তিদের বাড়িতে লালপতাকা উত্তোলন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। করোনা পজিটিভ ব্যক্তিদের চিকিৎসা এবং প্রয়োজনে খাদ্য সহায়তা প্রদান করা হবে মর্মেও সিদ্ধান্ত গৃহীত হয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায়, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments