Homeসাহিত্যনন্দিনী - জীতেন্দ্র দাস জিতু এর কবিতা

নন্দিনী – জীতেন্দ্র দাস জিতু এর কবিতা

নন্দিনী
জীতেন্দ্র দাস জিতু
নন্দনী আজো ছুটে চলি খর স্রোতে
জীবন সায়হ্নের মহা সমুদ্রে।
বেলা শেষে জমে থাকা পদ্মপাতার
শেষ জল বিন্দুর ছলাৎ শব্দে।
তুমি জানতে চেয়েছিলে, কেমন আছি?
আমি তন্নতন্ন করে খুঁজেছি
কিছু পাইনি, শুধু নিঃশব্দের মহা হাহাকার ধ্বনি ছাড়া।
বিদ্যুৎ বেগে ধাবমান কিছু বিস্মরণের
বিচ্ছুরণ জমা ছিলো অন্তুর আত্মায়।
তোমাকে দেইনি।
বিগলিত শব্দ কণার আবর্জনায়
বাধা পড়ে আছে স্মৃতির কানন।
দূর্গম কথার চূড়ায় কথারা বন্দী
তোমার দেওয়া আবেশ টুকু আমার পাথেয়,
কী সুন্দর সুখা বেশ।
মিথ্যে করে বলেছিলাম, আজ বৃষ্টি নামবে
আকাশের গর্জনে বিদীর্ণ বসুধা
চোখ ঝলসানো বিজলীর আড়ালে
তুমি ছিলে দাঁড়ানো,
এই আছি আমি তোমার স্মৃতি সুধা নিয়ে।।
You and 4 others
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments