নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
তৌহিদ, নওগাঁ, নাটোর নিউজ, নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৬ জুন) দুপুরে ঘটনাটি ঘটে। নিহত আকাশ সদর উপজেলার ভরপুর গ্রামের সানির ছেলে।
নিহত আকাশের দাদা রেজাউল হোক জানান, দুপুরে গোসল শেষে কাপড় শুকানোর জন্য বারান্দায় যায় আকাশ। এসময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল বিষয়টি নাটোর নিউজ কে নিশ্চিত করেছেন।