বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
বড়াইগ্রাম, নাটোর নিউজ:
নাটোরের বড়াইগ্রামে গাড়ীর ধাক্কায় আঞ্জুরা(৪৫) নামের এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। নিহত আঞ্জুরা উপজেলার কুমরুল গ্রামের মৃত: আমজাদের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩জন। আহতরা হলো- নিহতের কন্যা স্মৃতি, ভাই আ: মালেক ও ভ্যান চালক আ: সাত্তার।
রবিবার সকালে ওয়ালিয়া থেকে বনপাড়া যাওয়ার পথে হারোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানাযায়, স্বামীর মৃত্যুর পরে ৮ম শ্রেনীতে পড়ুয়া কন্যাকে নিয়ে লালপুর থানাধীন ওয়ালিয়া আমিন পাড়ার একটি ভাড়া বাড়ীতে বসবাস করতেন। শারীরিক অসুস্থতার কারনে বিধবা আঞ্জুরা কে ভ্যান যোগে বনপাড়া হাসপাতালে নেওয়ার পথে হারোয়া এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি গাড়ী ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দিলে আঞ্জুরসহ সকলেই রাস্তার পাশে ছিটকে পড়ে।
এতে আঞ্জুরার কান ও নাক দিকে রক্তপাত শুরু হলে তাকে প্রথমে পাটোয়ারী জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আশঙ্খা জনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে বিকাল ৫টার দিকে সে মৃত্যু বরণ করে। এছাড়া্ও ভ্যান চালক আ: সাত্তার (৫৫) কে গুরুতর অসুস্থ্য অবস্থায় ঢাকা প্রেরন করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।