লালপুর নাটোর নিউজ: মুমূর্ষ রোগীদের রক্ত লাগবে, শুনলেই স্বেচ্ছায় কোন প্রকার অর্থ ছাড়াই রক্ত দান যার নেশা। সে মুন্তাসির রক্ত দান করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে আজ নিজেই মুমূর্ষ। দরিদ্র পিতার অসহায় মুন্তাসিরের পাশে আজ আপনাদের বড়ই প্রয়োজন। আপনাদের বিপদে এগিয়ে যাওয়া মুন্তাসিরকে বাচাতে এগিয়ে আসার আহ্বান এখন সবার প্রতি।
নাটোরের লালপুর উপজেলার কাজী পাড়া গ্রামের জামরুল খামারুর ছেলে মুস্তাসির আহমেদ (১৮), লালপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সেবার মানসিকতা নিয়ে গত (২ জুন) মুমূর্ষ রোগীকে বাঁচাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত দান করতে গিয়েছিল, যথারীতি রক্তদান শেষে সিএনজিতে করে বাড়ি ফেরার পথে বাঘা-চারঘাট সড়কের মাঝামাঝি জায়গায় সিএনজি ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে মুন্তাসির গুরুতর আহত হয়। মাথায় আঘাত প্রাপ্ত হওয়ার পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হয়। বর্তমানে সে রাজশাহী পপুলার (সি.ডি.এম) হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ।
মুন্তাসিরের পিতা দরিদ্র হাওয়ায় ব্যয় বহুল এ চিকিৎসা ভার বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই মুন্তাসির এখন জীবন-মৃত্যুর স্বন্ধিক্ষনে। দানশীল-হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা ছাড়া সুস্থ জীবনে ফিরে আসা এখন প্রায় দুঃ স্বপ্নের মতো। তাই মুন্তাসিরকে সহযোগিতায় ০১৭২৮৯০৯৬৪৭ রাকিবুল ইসলাম ( চাচা ) বিকাশ , ০১৭১৬৭৭৭১৯০ গোলাম মর্তুজা ভাই (নগদ)।