একটি বেসুরো কবিতা ও মোহাম্মদ সেলিমের জন্মদিন
আসাদজামান
সব কিছুই সুরে যাবে এমনতো নয়!
সময়ের কাছে দলিত মথিত হয় সময়।
সময় হাঁটতে থাকে সময়ের হাত ধরে
অতঃপর সুর হারিয়ে কন্ঠে, বেসুরো গান
থেমে যায় দীপ্ত পদক্ষেপ; অতি উচ্ছ্বাসে
ছুটে চলা নদীর কলতান।
মানুষ যুদ্ধ করে..
মানুষ যুদ্ধ করে…
যথেচ্ছা অনাচারে মাতে
হয়ে যায় দাঙ্গাবাজ!
দেহ হতে মুক্ত করতে প্রাণ
মৃত্যু তার শেষ অধ্যায় ; স্বচক্ষে দেখতে-
বাঁচা, সেই বৈতালিক অভিযান।
১২.০৬.২০২১