নীরবতা শব্দেরও একটা অর্থ বন্দুক
ফারহান ইশরাক
চাল ডাল নুন মশলা মিলে যাওয়া পর
একটা অভাবনীয় ঘটনা ঘটলো
খিচুরি! খিচুড়ি!! পাত্র ফাটলো প্রায়
অসহ চিৎকারে
চুলার আগুন হঠাৎ জ্ঞান হারালো
গন্ধের উৎপাতে!
এর পরে যথাসূত্রে ভোজ শুরু হলো
মার্কস বললেন, লালসা কী জিনিস
এ প্রশ্নে দেশলাই জ্বললো ফস করে
পুস্তক রচিত হলো প্রচণ্ড বারুদে
সমাজতন্ত্রের চেয়েও উচ্চতর লোভ
টানটান উত্তেজনায় খাদ্যগ্রহণ শুরু
সমতার সারি গিয়ে নক্ষত্রে ঠেকলো
ক্ষুধা এমন তৃপ্তি সন্ধানী,
ক্রোধ হিংসা মুহূর্তে একাকার!
ফিসফাস শব্দেরও অর্থ আছে নিশ্চয়
যেমন নীরবতার একটা অর্থ বন্দুক
আয়োজক গোষ্ঠী নিজেদের মধ্যে
বললেন,
জঠরের আগুন ছাপিয়ে বিপ্লব
কী দিয়ে সম্ভব এইবেলা!