পেরেছো কি
-ইসাহাক আলী
অতিবাহিত স্মৃতির আল্পনা আঁকা ডায়েরির ভাঁজে
পুষ্পিত র্স্পশে উচ্ছ্রসতি দৃশ্যমান নামটইি যে
ভালবাসার হবে এমন কোন ব্যাকরণিক ব্যাখা নেই,
বরং মনের মাধুরিতে অংকিত স্কেচে আকানো লুকিয়ে রাখার
যে সংখ্যাটি সযতনে থাকে তাকেই বলে ভালবাসা।
নাম সংরক্ষণরে খাতায় সুনিপুন নামটিও ভালবাসা হয়না সচরাচর,
বরং লেখার মধ্যে লুকিয়ে রাখা লেখা..
কষ্টে দেখা নাম্বারটাও ভালবাসার আকাশ ছোঁয় অন্যকারো চোখ না ছুঁলেও
সেল ফোনের অভ্যন্তরে স্যাম্বুল দিয়ে অস্পষ্ট সংরক্ষিত
যে নাম্বারটি মনের আকাশে দৃশ্যমান তারা হয়ে রয়,
দূরাশার র্পূবাকাশে প্রত্যাশার পেলব ছড়ায়
ঝরা বিরহ বৃষ্টি মাড়িয়ে স্বপ্নের গগনে যে,
আশার প্রদীপ জ্বালায় সেটাই তো ভালবাসা।
দিন দুপুর দৃশ্যমান কথা মালায় সেল ফোন কোম্পানিগুলোর
পকেট ভাড়ি করার রসদ জুগিয়ে চলে যে বাক্যালাপের মহরত
তাও ভালবাসার সীমানা মাড়ায়না বেশি সময়েই
বরং মনের নিভু নিভু বাঁচিয়ে রাখা আশা দীপকে
স্যাম্বল চিহ্নে চিহ্নিত সংখ্যাটিই যখন সাধনাচ্ছেদ করে
ওপারের ভেসে আসা শব্দটি যখন আন্দোলিত করে
হৃদয় আকাশের ইথারে ছড়ায় অনুরণের স্পর্শ
সেটাই ভালবাসার সীমান্ত ছোঁয়,
মঞ্জিল গড়ে আস্থা অনুপ্রেরণার …….
যে চোখ চোখে না থাকলেও অদৃশ্য নয়নে
করে দিকনির্দেশনা …
দৃষ্টিত র্দশন যাই হোক মন মাঝারে
সেই উপাস্য সাধনাই হয় ভালবাসা..
পেরেছো কি ?
আমায় – সেই অদৃশ্য চেতনায় ভালবাসতে..