বিস্মৃতি
দেবব্রত সুবীর
সিগারেট এর ধোঁয়ার মত মিলিয়ে যাচ্ছে
মুহুর্ত গুলো,
কিছু পরিচিত অভাব বারবার হানা দেয়।
স্মৃতি মিলিয়ে মিলিয়ে শান্তনা খোজে,
নিউরনের অনুরন টের পায় মন,
আমাদের পৃথিবীর চারদিকে দেওয়াল তুলে দিচ্ছে
সবাই আলাদা হতে হতে এখন বিচ্ছিন্ন।
আমাদের বোলে কি কিছু নেই?
আমরা তো বলিই আমাদের দেশ,
ভালোবাসলো না।
আমরা তো বলিই আমাদের সন্তান,
তারা ও আমাদের থাকলো না।
আমরা তো বলিই আমাদের পিতা মাতা, তারাও
আমাদের ছেড়ে চলে গেল।
আমাদের এবং আমরা,
, শব্দ গুলো বাদ দিয়ে কেবল,
আমি।
এই আমি হয়ে উঠে আমার হারালাম,
নির্মল শৈশব,
প্রাণউচ্ছল কোলাহল,
জীবনের বহু বহু রং।
আমার একাকী অদৃশ্য এক কারাগারে
বন্দিত্ব বরন করলাম।
অর্থের নিরাপত্তা দিতে গিয়ে আমরা
সবচেয়ে সুন্দর সম্পর্ক গুলোকে দুরে ঠেলে দিলাম।
আমারা আমাদের নির্মিত আদৃশ্য কারাগারে বোসে,
আমিত্বের সুখ অনুভব করতে চাইলাম।
যে স্রোতে ভেসে যায়,
তার আর ফেরার সুজোগ থাকেনা।
মন কাঁদলেও আর কাছে থাকে না কেও,
অর্থ কথা বলে না আর,
নিরবে মুহুর্ত গুলো জীবন থেকে মিলিয়ে গেল।
চোখের কোনে জল জমে উঠলো,
কেবল
আমাদের,
আমরা হয়ে উঠা হলো না।
১০/০৬/২১
দেবব্রত সুবীর
নাজিরপুর, পিরোজপুর।