মানুষ যদি না বাঁচে
চন্দ্রশিলা ছন্দা
কার জন্য রক্ষা করো মসজিদ সিনাগগ
কার জন্য উপাসনালয়, দরগাহ এবাদত!
কার জন্য গির্জার ধ্বনি, মন্দিরে উৎসব
আকাশে ওড়াও যুদ্ধ বিমান, বোমার-কলরব।
ঝাঁঝরা করছো ফুল ও কলি বৃক্ষ ধর্ম বিষে!
মানুষ, শিশু না বাঁচে যদি, ঈশ্বর বাঁচে কিসে?
এতো ঈশ্বর, এতো আল্লাহ, ভগবান ভেদাভেদ
প্রকৃতির কাছে শেখো হে মানুষ, কোথায় সে বিচ্ছেদ?
চিতা, জানাজা, মন্ত্র-দরুদে গঙ্গা যমুনা বয়
গণকবরে রাখছো যখন; ধর্ম কেমনে সয়?
তাই তো বলি হিন্দু-ইহুদি, নাসেরা মুসলমান
মানুষ হয়ে মানুষকে দাও, মানুষের সম্মান।
পৃথিবীর বাঁচা একশো বছর কাটাকাটি চল্লিশ
ভালোবাসাহীন পৃথিবী গড়ে কেন হবে ইবলিশ!
রামের জন্ম, প্রথম কেবলা বিতর্ক ঝড় তুলে
মারছো মানুষ বৃদ্ধ শিশু মনুষ্যত্ব ভুলে।
ঝাঁঝরা করছো ফুল ও কলি বৃক্ষ ধর্ম বিষে!
মানুষ, যদি না বাঁচে তবে, ঈশ্বর বাঁচে কিসে?