নাটোর নিউজ: নাটোর জেলার ৮টি পৌরসভায় আগামী ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। আজ রাতে এক জরুরী বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে মহাসড়ক গুলো খোলা থাকবে। অন্য জেলার সাথে পরিবহন যোগাযোগ স্বাভাবিক থাকবে বলেও জানানো হয়।
এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ নাটোর নিউজকে জানান, কঠোর লকডাউন বাড়ানো হয়েছে। বিধি নিষেধ আগের মতোই আছে। তবে নতুন করে নাটোরের আরো ৬ টি পৌরএলাকা এর আওতায় আসলো। তিনি সবাইকে এই বিধি নিশেষ মেনে চলার অনুরোধ জানিয়েছেন। এছাড়া প্রশাসনকে সহায়তা করবার জন্য সাংবাদিক, সুধি সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিত্বসহ সবাইকে উদাত্ব আহবান জানান।
পাশাপশি নাটোরে আজ তার প্রথম কর্মদিবসে নাটোর বাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা সবাই মিলে একসাথে এই দুর্যোগ মোকাবেলা করবো। অবশ্যই সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন।