সিংড়া,নাটোর নিউজ :
নাটোরের সিংড়ায় ৬শত জন প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি আমণ ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে। বুধাবার সকাল ১০টায় উপজেলা হলরুমে এই বিতরণ কাজের ভার্চুয়ালে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা কৃষি অফিসার মোঃ সেলিম রেজা, উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।