Homeজেলাজুড়েবাগাতিপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনের সাজা

বাগাতিপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনের সাজা

বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণে ১৯’শ টাকা অর্থদণ্ড আদায়
আল-আফতাব খান সুইট, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ গত ১ জুলাই থেকে শুরু হওয়া সাত দিনের কঠোর লকডাউনের আজ তৃতীয় দিনেও কঠোর অবস্থানে আছে নাটোরের বাগাতিপাড়ার উপজেলা ও পুলিশ প্রশাসন।
আর এই কঠোর লকডাউন বাস্তবায়নে থানা পুলিশের সহযোগীতায় শনিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার বিহারকোল, গালিমপুর, লোকমানপুর সহ কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনজুম অনন্যা। এ সময় মাস্ক পরিধান না করে অযথা বাহিরে ঘোরাঘুরি করায় বিভিন্ন আইনে ১১টি মামলা দিয়ে ১১ জনকে ১হাজার ৯’শ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আনজুম অনন্যা বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক পরিধান না করার অপরাধে উপজেলার কয়েকটি বাজারে বিভিন্ন আইনে মামলা দিয়ে ১১ জনের কাছ থেকে ১৯০০টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় যাদের মুখে মাস্ক ছিলনা তাদেরকে মাস্ক দেওয়া হয় এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচার চালানো হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাগাতিপাড়া মডেল থানার এএসআই ইমরান হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments