Homeসাহিত্যজেগে আছে এক প্রেম - নাহার সাথী

জেগে আছে এক প্রেম – নাহার সাথী

জেগে আছে এক প্রেম
নাহার সাথী
রাতের শরীরে অলৌকিক এক প্রেম কাঁথা__গভীরতর ভার হয় দীর্ঘ রাতে পাশ ফেরার বনিতায় জেগে আছে
এক প্রেম __তার রূদ্ধশ্বাস চেপে ধরে অভিমানে এক প্রেম কঙ্কাল
হু হু হু করে কেঁপে ওঠে জেগে থাকা আমি-তুমি নামে
এক প্রেম পাতা__ গোলাপের পাপড়ির মতো স্নিগ্ধ সজীবতা হারাতে বসে আছে যে প্রেম__ কঙ্কাল হাড়ে
শিথিল না-ই হয় এবেদন
আমি বালুর ভাস্কর্য বানিয়ে খোলা অম্বরের সমীর দুলুনিতে দোলাতে চাই__আর তুমি সহসাই হয়ে ওঠো
ধ্বংসাত্মক আঁকিয়ে__নিঃসংকোচে ভেঙে কর চুরমার
__ জেগে আছে এক প্রেম
০৭.০৫.২০২১
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments