Homeজেলাজুড়েগুরুদাসপুরগুরুদাসপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গুরুদাসপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গুরুদাসপুর, নাটোর নিউজ: নাটোরের গুরুদাসপুরে রত্না খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকার ওই গৃহবধূর বাড়ির সবার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। রত্না খাতুন ওই এলাকার হোটেল কর্মচারী আরিফ হোসেন এর স্ত্রী ও বড়াইগ্রাম উপজেলার চকপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বছর চারেক পূর্বে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার চকপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে রত্নাকে বিয়ে করেন আরিফ। তাদের আড়াই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। লকডাউনে হোটেল বন্ধ তাই কাজকর্ম না থাকায় সংসারে অভাব-অনটন চলছিল। এসব বিষয় নিয়েই স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় আরিফের। এরই এক পর্যায়ে আজ দুপুরে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা পুলিশ, পরিবারের সদস্য ও স্থানীয়দের। এ বিষয়ে গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments