নাটোরে আজও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯ জন, গত ২৪ ঘন্টায় ৪১ জনের সাজা
নাটোর নিউজ: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নাটোরের দুইজন ও নাটোর সদর হাসপাতালে তিন জনের মৃত্যু সহ গত ২৪ ঘন্টায় নাটোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে পাঁচজন। নাটোর হাসপাতালে মৃতদের মধ্যে লালপুরের মজিবর রহমান (৬৫) নামে ১ জন করোনায় এবং লালপুরের খলিলুর (৬৫) ও পুঠিয়া তাহেরপুরের রিয়াজ (৬৫) নামে ২ জন উপসর্গে মারা গেছেন।
আর গত ২৪ ঘন্টায় নতুন করে ১২৯ জন আক্রান্ত হয়েছে। এদিকে সদর হাসপাতালের ৭০ বেডের বিপরীতে ভর্তি আছেন ৭০ জন। আর হাসপাতালের ইউওলো জোন সহ মোট রোগীর সংখ্যা ১০৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ১২৯ জন আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪০ জনের। সংক্রমনের হার গতকাল মঙ্গলবারের চেয়ে ৬.১৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৭.৯৪ শতাংশ। মোট আক্রান্ত ৪৫১১ জন। সুস্থ হয়েছেন ১৯৬৯ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৪৪৮ জন। সরকারি হিসাব মতে এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু ৬৫ জন।
সারাদেশের ন্যায় সরকার ঘোষিত কঠোর লকডাউন নাটোরেও চলমান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে প্রতিদিনই চালানো হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এতে সাজা দেয়া হচ্ছে প্রচুর মানুষ কে। তারপরও থেমে নেই মানুষের আনাগোনা। গত ২৪ ঘন্টায় ৩৬ মামলায় ৪১ জনকে ১৪৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
তবে প্রশাসন প্রতিদিনের মতোই বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মানুষের গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে সচেতন সমাজ বলছেন আগের যে কোনো সময়ের চেয়ে এখন লকডাউন ভালো পালিত হচ্ছে। শুধু মানুষের সচেতনতা নয় একমাত্র প্রশাসনিক কড়াকড়ির ফলে এ পরিস্থিতির নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে মনে করছেন তারা।
তবে নাটোর সদর হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো হবে কিনা কিংবা সার্বিক পরিস্থিতি বর্তমানে কেমন এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমান নাটোর জেলায় করোনা পরিস্থিতি বিবেচনায় হাসপাতাল বিষয়ে যেকোনো সিদ্ধান্ত পদক্ষেপ সহ সকল বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ এবং জেলা প্রশাসক মহোদয় নিজে সমন্বয় করবেন এমনটাই দাবি সচেতন মহলের।
৭ জুলাই ২০২১ রামেক হাসপাতাল করোনা আপডেট
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জন করোনা পজেটিভ ও বাকি ১৮ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন, নাটোরের ২ , নওগাঁর ৩, পাবনার ৪, কুষ্টিয়া ও মেহেরপুরের ১ জন রয়েছেন। জুলাই মাসের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত মৃত্যু ১২০ জন, পজিটিভ ২৭ জন। গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের ২টি আরটিপিসিআর ল্যাবে ৪৪৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে ৯৮ জনের করোনা সনাক্ত হয়েছে। হাসপাতালের দেয়া তথ্য মতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ২১.৯২ শতাংশ। গেল ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে নতুন ৬৬ জন। হাসপাতালটিতে ৪৫৪ শয্যার বিপরীতে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৪৭০ জন রোগী। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন।
এদিকে জেলা সিভিল সার্জনের দেয়া তথ্য মতে জেলার ৯টি উপজেলায় গত ২৪ ঘন্টায় ১৩৮২ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ মিলেছে ২৩৪ জনের। শতাংশের হারে যা ১৬.৯৩%।