Homeগুরুত্বপূর্ণবয়সসীমা শিথিল হলো, ৩৫ বছর হলেই করোনা টিকা নিতে পারবেন- পলক

বয়সসীমা শিথিল হলো, ৩৫ বছর হলেই করোনা টিকা নিতে পারবেন- পলক

নাটোর নিউজ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বরেছেন, সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইট উন্মুক্ত হয়েছে। এখন থেকে গণহারে কোভিড টিকা নিবন্ধনের সুযোগ পাবে ৩৫ বছর বয়স ঊর্ধ্বরা। এখানে নিবন্ধন করা যাবে ৩৫ ঊর্ধ্ব নাগরিকসহ ২২ ক্যাটাগরিতে। প্রতিমন্ত্রী আজ নাটোর নিউজ ২৪ এর সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। ফলে এখন থেকে ৩৫ বছর বয়সের সবাই করোনা টিকা নিতে পারবেন।

প্রতিমন্ত্রী এসময় বলেন, সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনের যে প্ল্যাটফর্মটিতে আছে, এত দিন শুধুমাত্র বিশেষ ক্যাটাগরিগুলো উন্মু্ক্ত ছিল। কিন্তু এবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ায় আজ থেকে সবার জন্য উন্মুক্ত হলো। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, যাদের বয়স ৩৫ বা তার চেয়ে বেশি, তারা সবাই এখন নিবন্ধন করতে পারবেন। তিনি আরো বলেন, আগে ৪০ বা তার চেয়ে বেশি বয়সীরা নিবন্ধন করতে পারতেন। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী, ৩৫ বা তার চেয়ে বেশি বয়সীরা নিবন্ধনের সুযোগ পাবেন। মন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের সবার সচেতনতা আর কার্যকরি সঠিক দ্বায়িত্ব পালনের মধ্যে দিয়ে এই দুযোর্গময় পরিস্থিতির মোকাবেলা করতে হবে।
এদিকে আজো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নাটোরের দুইজন ও নাটোর সদর হাসপাতালে তিন জনের মৃত্যু সহ গত ২৪ ঘন্টায় নাটোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে পাঁচজন। নাটোর হাসপাতালে মৃতদের মধ্যে লালপুরের মজিবর রহমান (৬৫) নামে ১ জন করোনায় এবং লালপুরের খলিলুর (৬৫) ও পুঠিয়া তাহেরপুরের রিয়াজ (৬৫) নামে ২ জন উপসর্গে মারা গেছেন। আর গত ২৪ ঘন্টায় নতুন করে ১২৯ জন আক্রান্ত হয়েছে। এদিকে সদর হাসপাতালের ৭০ বেডের বিপরীতে ভর্তি আছেন ৭০ জন। আর হাসপাতালের ইউওলোজোন সহ মোট করোনা ও বরোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১০৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ১২৯ জন আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪০ জনের। সংক্রমনের হার গতকাল মঙ্গলবারের চেয়ে ৬.১৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৭.৯৪ শতাংশ। মোট আক্রান্ত ৪৫১১ জন। সুস্থ হয়েছেন ১৯৬৯ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৪৪৮ জন। সরকারি হিসাব মতে এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু ৬৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments