নাটোর নিউজ: “মরবো বলে কর্মহীন লোকজনকে অবজ্ঞা করতে পারিনা, আমার এলাকার জনগণই আমার শুভাকাঙ্খী।” প্রধানমন্ত্রী মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ কালে উপরোক্ত কথাগুলি বলেন নাটোর পৌরসভা মেয়র উমা চৌধুরী জলি। কোভিড-১৯ চলমান লকডাউনে ৫ নং ওয়ার্ডের সদর হাসপাতালের পিছনে বস্তির সাময়িক কর্মহীন ৬০ জন মানুষের মাঝে মঙ্গলবার (৬জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করেন মেয়র উমা চৌধুরী জলি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু সহ প্রমুখ।