Homeজেলাজুড়েলালপুরে সাতদিন ২৭ হাজার টাকার অধিক অর্থদন্ড

লালপুরে সাতদিন ২৭ হাজার টাকার অধিক অর্থদন্ড

লালপুর, নাটোর নিউজ:নাটোরের লালপুর উপজেলায় স্বাস্থ্যবিধান নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতে গত সাতদিনে ৬৫ জনকে জরিমানা করা হয়েছে। বুধবার ০৭জুলাই সহ লালপুর উপজেলায় বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ হাসান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমা খাতুন এর ভ্রাম্যমান আদালত ।

ওই সময়ে স্বাস্থ্যবিধি মেনে না চলায় পৃথক পৃথকভাব ৬৫ টি মামলায় ৬৫ জনকে মোট (২৭,৩০০) ২৭ হাজার ৩ শত টাকা জরিমানা করেন তারা। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন,করোনায় সরকারি বিধিনিষেধ কার্যকর করার লক্ষে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেন এবং বের হলে মাক্স পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করেন। তিনি আরও জানান, করোনা ঝুঁকি এড়াতে এই অভিযান অব্যহত থাকবে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ ফোর্স অভিযান পরিচালনায় সহযোগিতা করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments