Homeজেলাজুড়েলালপুরে ১শ ৪০জনকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দিলেন ডিসি

লালপুরে ১শ ৪০জনকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দিলেন ডিসি

লালপুর, নাটোর নিউজ::
করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তা খাদ্য সামগ্রী পেল নাটোরের লালপুরে ১শ ৪০ জন নাপিত ও চায়ের দোকানি।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের মিলাতয়াতনে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাপিত ও চায়ের দোকানিদের হাতে এই সহায়তা তুলে দেন। এসময় লালপুর উপজেলা নির্বাহী অফিসার(দায়িত্বপ্রাপ্ত)শাম্মী আক্তার এর সভাপতিত্বে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, নাটোর জেলা পরিষদের সদস্য বদিউর রহমান বদর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি প্রমুখ।

এসময় নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, করোনা সংক্রমণ রোধে সারা দেশব্যাপী কঠোর লকডাউন চলছে। এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তা খাদ্য সামাগ্রী জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কর্মহীন ও অসহায় মানুষের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে । এই বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এবং বিধিনিষেধ আরোপ ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকল মানুষকে আহ্বান জানান তিনি।

সরকার ঘোষিত চলমান বিধিনিষেধ বাস্তবায়ন এবং কোভিড-১৯ চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে নাটোরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব শামীম আহমেদ আজ লালপুর উপজেলা পরিদর্শন করেন। এসময় তিনি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সার্বিক খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়া তিনি লালপুর উপজেলাধীন চকশেরপাড়ায় মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য প্রদানকৃত ঘর পরিদর্শন করেন ও নিবাসীদের খোঁজ খবর নেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments