Homeসাহিত্য"এই ঘুম চেয়েছিলে বুঝি" - আরমানউজ্জামান এর কবিতা

“এই ঘুম চেয়েছিলে বুঝি” – আরমানউজ্জামান এর কবিতা

“এই ঘুম চেয়েছিলে বুঝি”
আরমানউজ্জামান

চলে গেল…
আর কেউ ফিরে এলো না
এই ঘুম চেয়েছিল বুঝি!
আশেপাশে কেউ থাকবে না।
কারণে অকারণে কখনো বুঝি
নাম ধরে কেউ ডাকবে না!!
নিরালস দেহে,
অলস বিছানায়
কেউ পাশে নেই, একলা তিমিরে!
ক্ষমা নেই ওরে, ক্ষমা নেই জানি
নেই বুঝি কারো নিস্তার
অক্ষি যুগলে ঘুম ছুঁয়ে যাবে
করবে আঁধার বিস্তার।
তবু এই ঘুম বুঝি
কামনা করে নি
ধরণীর কোন মুসাফির
শূন্যের মাঝে পূর্ণ খুঁজিয়া
কোন মায়াজালে অস্থির!
একটু খানি সুখের নেশায়
ছিল, রক্তে আগুন দস্যি!
মিথ্যে সব, মিথ্যের পিছনে
ধরাকে ভেবেছি নস্যি!
বন্ধু স্বজন, সুজন- সখিরা
কেউ হল না তো সঙ্গী
শোকের মিছিলে কেউ করে গেল
নানান রকম ভঙ্গী!
কী ফেলে গেছি, অমূল্য রতন
খুঁজে শশকের মতো ব্যস্ত
না পেলে কিছু স্বজনের মাঝে
ভুল হবে কতো ন্যাস্ত!
কিসের মমতা কিসের ক্ষমতা
করে যায় সব নগ্ন!
চক্ষু বুঁজিয়া চক্ষু মেলেনি
সকলে ছিল কি রুগ্ন!
ক্ষমা চাই আমি ক্ষমা চাই
এই রুদ্র প্রণয় মন্তর
ভেঙে চুরে সব কর সায়লব
বিধি অবুঝ কেন এ অন্তর!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments