দীর্ঘশ্বাস
পলি শাহীনা
আকাশ বৃষ্টি হয়ে কাঁদছে
প্রকৃতি বৃষ্টি ধারায় কাঁদছে
শুধু মানুষেরা বড় হতে হতে
চোখের জল শুকিয়ে আসে।
মানুষেরা পাথর হবার অপেক্ষায়।
মানুষেরা কী একসময় পাথর ছিল!
পৃথিবীতে পাথর বেশি, নাকি মানুষ?
কী জানি! চোখের সামনে রোজ
হেঁটে চলা মানুষগুলোর মধ্যে কে যে মৃত
আর কে জীবিত — চেনা যায় না!