Homeজেলাজুড়েনাটোরে কনকর্ড ফার্মাসিউটিক্যাল এবং ডিএমএফআর মলিকুলার ল্যাবের স্বাস্থ্য সামগ্রী বিতরণ

নাটোরে কনকর্ড ফার্মাসিউটিক্যাল এবং ডিএমএফআর মলিকুলার ল্যাবের স্বাস্থ্য সামগ্রী বিতরণ

নাটোর নিউজ: নাটোরে কনকর্ড ফার্মাসিউটিক্যাল এবং ডিএমএফআর মলিকুলার ল্যাবের উদ্যোগে নাটোর সিভিল সার্জনের কাছে পরিমাণ স্বাস্থ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৯০ লিটারের ১০ টি অক্স্রিজেন সিলিন্ডার , ৫টি  কনসেনট্রেটর , ৫’শ পিস পিপিই, ৫’শ পিস হ্যাক্সিকন, ১০ পিস ডিজিটাল থার্মোমিটার, ৫’শ পিস এএন ৯৫ মাস্ক ।

আজ রবিবার বেলা ১২টার দিকে  নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে সামগ্রীগুলো তুলে দেন কনকর্ড ফার্মাসিউটিক্যালের এক্সিকিউটিভ ডিরেক্টর গৌতম চক্রবর্তী।

এসময় কনকর্ড ফার্মাসিউটিক্যালের এনএসএম  শাহরিয়ার উজ্জল এবং ম্যানেজোর পিএমডি সিপিএল এল মকবুল হোসেন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments