নাটোর নিউজ: নাটোরের গত 24 ঘণ্টায় মৃত্যুর কোন খবর না থাকলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদের মধ্যে নাটোরের দুই ব্যক্তি রয়েছে। তবে তারা করোনা লক্ষণ নিয়ে মারা গেলেও করণা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নাটোরে গত ২৪ ঘন্টায় কোন নমুনা পরীক্ষা না হওয়ায় করোনায় কোন শনাক্ত নেই। মৃত্যুরও কোন খবর নেই। সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৭১ জন।
সিভিল সার্জন কার্যালয় সুত্র অনুযায়ী ঈদে ও শুক্রবার ছুটির কারনে কোন নমুনা পরীক্ষা না হওয়ায় সংক্রমনের কোন তথ্য নেই। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৬০২৩ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৪৮৫ জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু বরণ করেছে ৯৯ জন। ২৩ জুলাই ২০২১ রামেক হাসপাতাল করোনা আপডেট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬ জন করোনা পজেটিভ ও বাকি ১৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদের মধ্যে রাজশাহীর ১১ জন, নাটোরের ২ জন, নওগাঁর ১ জন, পাবনার ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন রয়েছেন।
জুলাই মাসের ১ থেকে ২৩ তারিখ পর্যন্ত মৃত্যু ৪১০ জন, পজিটিভ ১২০ জন। গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের ২টি আরটিপিসিআর ল্যাবে ৬৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে ২২ জনের করোনা সনাক্ত হয়েছে। হাসপাতালের দেয়া তথ্য মতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ৩৩.৩ শতাংশ। গেল ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে নতুন ৬১ জন। হাসপাতালটিতে ৫১৩ শয্যার বিপরীতে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৪১২ জন রোগী। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন। এদিকে জেলা সিভিল সার্জনের দেয়া তথ্য মতে জেলার ৯টি উপজেলায় গত ২৪ ঘন্টায় ৬৬ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ মিলেছে ২২ জনের। শতাংশের হারে যা ৩৩.৩৩%।