নাটোর নিউজ বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে আশ্রয়ন প্রকল্পে শিশু পার্ক উদ্বোধন ও ত্রাণ বিতরণ ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার উপলশহর এলাকায় আশ্রয়ন প্রকল্পের শিশুদের জন্য নির্মিত পার্ক উদ্বোধন এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫৩ জনের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।