Homeজেলাজুড়েপরকীয়া প্রেমিকের লিঙ্গ কর্তন করলো প্রেমিকা ছাবিনা

পরকীয়া প্রেমিকের লিঙ্গ কর্তন করলো প্রেমিকা ছাবিনা

বড়াইগ্রাম, নাটোর নিউজ: নাটোরের বড়াইগ্রামে পরকীয়া প্রেমিক আমিনের লিঙ্গ কর্তন করল ছাবিনা নামের এক প্রেমিকা।ছাবিনা লালপুর উপজেলার দেলুয়া গ্রামের আজিজ উদ্দিনের মেয়ে। মঙ্গলবার রাত ১:৩০ দিকে বড়াইগ্রামের শ্রীখন্ডি এলাকায় এই ঘটনা ঘটে। আহত আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আমিন লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের সোবাহান উদ্দিনের ছেলে।

জানা যায় পনের বছর আগে লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের মৃত সায়েতুল্লাহর ছেলে মাহবুবের সাথে বিয়ে হয় ছাবিনার।তাদের ঘরে রয়েছে সাব্বির,মাহফুজ নামে ১৩ ও ৮ বছর বয়সের দুই সন্তান। জীবিকার তাগিদে গত দুই বছর আগে সৌদি যান মাহবুব।এরপর থেকেই আমিনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন ছাবিনা।আমিনের সাথে ছাবিনার পরকীয়ায় জড়িয়ে পড়ার বিষয়টি জানাজানি হলে স্বামী মাহবুবের সাথে তার প্রচন্ড ঝগড়া হয়। রাগারাগির একপর্যায়ে গত আট মাস আগে ছাবিনা মাহবুবকে ডিভোর্স করে লালপুরের দেলুয়া গ্রামের আজাহার উদ্দিনের ছেলে আনারকে বিয়ে করে। ছাবিনা আনারের দাম্পত্য জীবনে আবারো কাবাব মে হাড্ডি হয়ে দ্বাঁড়ায় আমিন। তার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে জোর করে আমিন।না হলে গোপন খবর আনারকে জানিয়ে দেবার ভয় দেখায়।

গতকাল সারাদিন আমিন ছাবিনাকে নিয়ে লালপুরের বিভিন্ন জায়গা ঘুরাঘুরি করে সন্ধায় বড়াইগ্রামের শ্রীখন্ডি এলাকায় তার ভাগ্নিজামাই সেলিমের বাসায় আসে।স্বামী স্ত্রী পরিচয়ে একসাথে সেখানে তারা রাত্রীযাপন কালে আনুমানিক ১:৩০ ঘটিকার সময় ছাবিনা ব্লেড দিয়ে আমিনের লিঙ্গ কেটে দেয়।

খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় আমিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম বলেন – মহিলাকে আটক করা হয়েছে। বাদীপক্ষ চিকিৎসার জন্য রাজশাহী রয়েছে তারা আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments