নাটোর নিউজ: পৃথিবীতে সবচেয়ে বড় আনন্দ হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পাওয়া।
গতকাল দয়ারামপুর ( নন্দীকুজা) থেকে হারিয়ে যাওয়া ছেলে বুদুকে ফেসবুকের কল্যাণে ফিরে পেল তার পরিবার।
খাটখৈইর( হাকিমপুর বাজারে) বিকাল থেকে ছেলেটি ঘুরতে থাকে তারপর রাব্বি নামে একজন তার ফেসবুক আইডিতে ছবিটি প্রকাশ করে তার পরিবারের সন্ধান চাই।
তারপর রাতে আমার ছাত্র আতিক তার আইডিতে হারিয়ে যাওয়া বুদুকে খুঁজে না পেয়ে তার সন্ধান চেয়ে ছবি পোস্ট করে। তারপর আমার শ্যালক রাব্বি আইডির হারিয়ে যাওয়া ছেলে আর আতিকের আইডিতে হারিয়ে যাওয়া ছেলে চেহারা একই হওয়ায় আমি আমার ছাত্র আতিককে ফোন করে ছেলের সন্ধান দিই। আজকে সকালেরখাটখৈইর যেয়ে তার পরিবার বুদুকে নিয়ে আসে।