Homeআইন আদালতএতিমদের সাথে সময় কাটালেন নাটোর জজশীপের বিচারকসহ জেলা প্রশাসক

এতিমদের সাথে সময় কাটালেন নাটোর জজশীপের বিচারকসহ জেলা প্রশাসক

নাটোর নিউজ:
জাতীয় শোক দিবসে নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশু সদনের আশ্রিত এতিম বালিকা শিশুদের সাথে কিছু সময় কাটিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারকসহ জজশীপের বিচারকবৃন্দ। এছাড়া জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এদিন বালিকা শিশু সদনের নিবাসীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করেছিলেন তারা।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিঘাপতিয়া বালিকা শিশু সদনে নিবাসীদের বিশেষ খাবারের ব্যবস্থা করেন নাটোর জজশীপের বিচারকগণ। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুর রহমান সরদার, নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ এমদাদুল হক,চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ারুল হক,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছাঃ কামরুন্নাহার বেগম সহ জজশীপের অন্যান্য বিচারকগণ দিঘাপতিয়া বালিকা শিশু সদন পরিদর্শনে যান।

এসময় ওই বালিকা শিশু সদন পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক শামীম আহমেদ অতিথিদের অর্ভ্যথনা জানান। বিচারকগণ সদন ঘুরে দেখেন এবং সদনের নিবাসীদের খোঁজ খবর নেন। অতিথিরা শিশুদের সাথে কিছু সময় কাটান। তাদের সাথে কথা বলেন এবং কুশল বিনিময় করেন। পরে দুপুরে শিশুদের মাঝে বিশেষ খাবার বিতরন করা হয়। এসময় সকল অতিথি তাদের কাছে উপস্থিত ছিলেন। শেষে মহান আল্লাহপাকের দরবারে দোয়া সহ মোনাজাত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments