Homeজেলাজুড়েসিংড়ায় বিলদহরে খেলার মাঠ পরিণত হয়েছে পুকুরে

সিংড়ায় বিলদহরে খেলার মাঠ পরিণত হয়েছে পুকুরে

নাটোর নিউজ সিংড়া : সিংড়ার ৫নং চামারী ইউনিয়নের বিলদহর খেলার মাঠটির অনেক সুনাম থাকলেও আজ এটি পানি নিস্কাশনের ড্রেনের অভাবে পুকুরে পরিণত হয়েছে।

স্হানীয় এলাকাবাসী জানায়, বিলদহর বাজারে পানি নিস্কাশনের ড্রেন না থাকায় একটু বৃষ্টি হলেই বাজারের কিছু জায়গা সহ খেলার মাঠ পানিতে প্লাবিত হয়। পাশে পানি উন্নয়ন বোর্ডের একটি পুকুর থাকায় পূর্বের দিন গুলোতে মাঠের সকল পানি পুকুরে যেত।

এমতাবস্থায় কিছু প্রভাবশালী পুকুরটি ভরাট করে এবং পুকুরটি বালু ভরাট করার সময় পানিতে মাঠটি ডুবে যায় ও মাঝে মাঝে বৃষ্টির কারণে মাঠটি এখন পুকুরে পরিণত হয়েছে। এটি বিলদহর,বিলদহর মৎস জীবি পাড়া, দড়ি মহিষমাড়ী, বিলদহর নতুন পাড়া, বিলদহর বাধ পাড়া, বিলদহর ভাটি পাড়ার এক মাত্র খেলার মাঠ এটি। কিন্তু কোন জন প্রতিনিধি বা এলাকার কোন নেতাকর্মীর কোন পদক্ষেপ নেই ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এম. এম সামিরুল ইসলাম জানান, আমার চেয়ারম্যান এর সাথে কথা হয়েছে তিনি দ্রুত বিলদহর খেলার মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করবেন। ৪/৫ দিন হয়ে গেলেও কোন লক্ষনীয় পদক্ষেপ চোখে পরেনি বলে এলাকা বাসী জানায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments