নাটোর নিউজ নলডাঙ্গা : একজন ভ্যানচালক ও নলডাংগা থানা পুলিশের সহায়তায়, একজন বাক প্রতিবন্ধী শিশু, ফিরে পেল তার পরিবার। নলডাংগা থানাধীন,সেনভাগ লক্ষীকুল গ্রামের জনৈক চাঁন খাঁ এর ১০ ( দশ) বছরের বাক প্রতিবন্ধী কন্যাশিশু,সকাল বেলা হারিয়ে যায়।
এই বাক প্রতিবন্ধী শিশুটি মাধনগর ইউনিয়নের তোঘোড় নামক জায়গায় এক ভ্যান চালকের ভ্যানে উঠে বসে,শিশুটি আর ভ্যান থেকে নামতে চায় না। পরে ভ্যান চালক উপায়ন্তর না পেয়ে, শিশুটিকে নলডাংগা থানায় নিয়ে এসে ডিউটি অফিসার এর নিকট দিয়ে যান।
থানা কতৃপক্ষের প্রচেষ্টার ফলে এই বাক প্রতিবন্ধী শিশুটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করা সম্ভব হয়েছে আজ সন্ধায়।