Homeজেলাজুড়েবড়াইগ্রামে কিডনি রোগে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

বড়াইগ্রামে কিডনি রোগে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

নাটোর নিউজ বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে কিডনি রোগে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের (৬৫) নিজ বাড়িতে রোববার সকাল ৭টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি —-রাজিউন)।

তিনি বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামের মৃত পলান উদ্দিনের পুত্র। তাকে রাষ্ট্রিয় মর্যাদায় গড়মাটি ঈদগাহ মাঠে গার্ড অব অনার ও জানাজা শেষে একই গ্রামের কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, পুলিশ কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাবৃন্দ।

স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুল কাদের হার্ট ও কিডনি সমস্যায় ভুগতেছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বাড়িতে আনার পর রোববার সকালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বিকেল তিনটার দিকে ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments