Homeজেলাজুড়েবড়াইগ্রামে খ্রীস্টান ধর্মপল্লীর প্রধান পাল-পুরোহিত ফাদার বিকাশ আর নেই

বড়াইগ্রামে খ্রীস্টান ধর্মপল্লীর প্রধান পাল-পুরোহিত ফাদার বিকাশ আর নেই

নাটোর নিউজ বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টান ধর্মপল্লীর প্রধান পাল-পুরোহিত (যাজক) ও প্যারিস কাউন্সিলের সভাপতি ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু (৫২) আর নেই। তিনি আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও।
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনি সমস্যায় ভুগছিলেন। এছাড়া সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। ফাদার বিকাশ উপজেলার জোনাইল বাগডোব গ্রামের ডা. ফ্রান্সিস রীবেরুর কনিষ্ঠ ছেলে । ফাদার বিকাশের মৃতদেহ প্রথমে বনপাড়া ধর্মপল্লীতে আনা হবে। শনিবার সকাল ৯টায় বনপাড়া গীর্জায় খ্রীস্টযাগ অনুষ্ঠিত হওয়ার পর দুপুরে জোনাইলের বোর্ণী খ্রীস্টান ধর্মপল্লীতে আনা হবে এবং বেলা ৩টায় বোর্ণী গির্জায় খ্রীস্টযাগ অনুষ্ঠিত হওয়ার পর ওই ধর্মপল্লীর কবরস্থানে সমাহিত করা হবে।
ফাদার বিকাশের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন করেছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments