নাটোরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পে থাকা অসহায় মানুষদের কর্মসংস্থানে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে জানিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। বুধবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘড়িয়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শনের পর এক মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কাজী নাহিদ ইভা, প্রকল্প বাস্তবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।সেখানে আলোচনা শেষে আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাসরত ৩০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন করেন। পরে জেলা প্রশাসক উপজেলা চত্বরে এসে শিশুদের শারিরীক ও মানষিক বিকাশের জন্য একটি মিনি শিশু পার্কের উদ্বোধন করেন।
মিনি পার্কের উদ্বোধন শেষে তিনি উপজেলা হলরুমে উপজেলা সকল ভিক্ষুকদের পর্যায়ক্রমে স্থায়ীভাবে পূর্নবাসনের জন্য জোনাইল ইউনিয়নের পাঁচজন ভিক্ষুককে নগদ ৮৫ হাজার টাকা এবং চুক্তিনামা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন।