Homeজেলাজুড়েনাটোরে গৃহকর্মিকে নির্যাতনের অভিযোগে সিআইড কর্মকর্তার স্ত্রীকে গ্রেফতার

নাটোরে গৃহকর্মিকে নির্যাতনের অভিযোগে সিআইড কর্মকর্তার স্ত্রীকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার নাটোর নিউজ : নাটোরে গৃহকর্মিকে নির্যাতনের অভিযোগে সিআইড কর্মকর্তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান জানিয়েছেন,ঢাকায় কর্মরত সিআইডির এসআই  খন্দকার আতিকুর রহমানের স্ত্রী সুমি বেগম নাটোর সদর উপজেলার পাইকেরদোল এলাকার মানষিক প্রতিবন্ধী আব্দুল মতিনের কিশোরী কন্যা শ্যমলীকে গৃহকর্মি হিসাবে তাদের কাছে রেখে দেন।

৩ বছর তাদের কাছে থাকা অবস্থায় নানা শারীরিক নির্যাতন চালানো হয় শ্যামলীর ওপর। শ্যামলীর মায়ের চাপের মুখে বুধবার বিকালে পরিবারের সাথে দেখা করার জন্য শ্যামলীকে তার মায়ের কাছে নিয়ে যায়। মাকে পেয়ে শ্যামলী তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিতে শুরু করলে সুমি বেগম জোর করে শ্যামলীকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

টানা-হ্যাঁচরা ও চিৎকার চেঁচামেচির এক পর্যায়ের স্থানীয় লোকজন জড় হয়ে সুমি বেগমকে ধরে পুলিশে সোপর্দ করে। নানা দেনদরবারের পর মধ্যরাতে শ্যামলীর মা নার্গিস খাতুনের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় পুলিশ কর্মকর্তার স্ত্রী সুমিকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments