নাটোর নিউজ সিংড়া: নাটোরের সিংড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৬ কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার রাত ১০টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার চৌগ্রাম বাজার ও জামতলী নিচাবাজার থেকে ৬ জন কম্পিউটার ব্যবসায়ীকে আটক করে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব।
আটককৃতরা হলেন, বড় চৌগ্রামের রুবেল (২৪), সাইফুল ইসলাম (৩০), জুয়েল (২৪), শাহ্ সুফি ওরফে শুভ (২৪), পাকুড়িয়া গ্রামের সাব্বির হোসেন (২৪) ও শ্রী রঞ্জন (২৮)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁরা পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে হস্তান্তর করে আসছিল। পরে তাঁদের বিরুদ্ধে সিংড়া থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, আটককৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।