Homeজেলাজুড়েগুরুদাসপুরগুরুদাসপুরের বন্যপ্রাণী লেউর অবমুক্ত

গুরুদাসপুরের বন্যপ্রাণী লেউর অবমুক্ত

 নাটোর নিউজ গুরুদাসপুর: নাটোরের গুরুদাসপুরের একটি দোকানে ইঁদুর মারা ফাঁদে আটকে পড়া বন্যপ্রানী লেউরকে উদ্ধার করে উপজেলা চত্বরের বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। গতকাল রাতে উপজেলার পৌরসদরের গুরুদাসপুর বাসস্ট্যান্ড মোড়ে আলামিন নামের এক কনফেকশনারী দোকানে ইঁদুর মারা ফাঁদে আটকে পড়ে ওই বন্যপ্রাণী লেউর।

পরে দুপুরে উপজেলা স্থানীয় বনবিভাগে খবর দিলে বনবিভাগের কর্মকর্তাগণ সেখান থেকে ওই বন্যপ্রাণী লেউরকে উদ্ধার করে বনবিভাগের অফিসে নিয়ে আসে। পরে উদ্ধারকৃত বন্যপ্রাণী লেউর উপজেলা চত্বরের বনাঞ্চলে অবমুক্ত করা হয়। এসময় উপজেলা বন্যবিভাগের অফিস স্টাফ মো.ফয়েজ উদ্দিন ও গণ্যমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments