স্টাফ রিপোর্টার নাটোর নিউজ : নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়ন এলাকায় টাকা দেয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী (১০) এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তালেব খন্দকারের (৬৫) নামে রোববার থানায় মামলা দায়ের করা হয়েছে। তালেব খন্দকার উপজেলার নগর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের মৃত সকিমউদ্দিন খন্দকারের ছেলে।
থানা ও শিশুটির পরিবার সুত্রে জানা যায়, শনিবার দুপুরে তালেব খন্দকার বুদ্ধি প্রতিবন্ধী শিশুটিকে টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে পাঁচবাড়িয়া মসজিদ সংলগ্ন একটি ঘাসের জমিতে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। কিছুক্ষণ পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানায়। ঘটনার পর থেকে অভিযুক্ত তালেব খন্দকার পলাতক রয়েছেন।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক হোসেন আলী জানান, এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।