স্টাফ রিপোর্টার নাটোর নিউজ : তৃতীয় ধাপে লালপুর বাগাতিপাড়ার ১৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ১৪ অক্টোবর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই তথ্য জানা গেছে। তৃতীয় দফায় দেশে মোট ১০০৭ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরমধ্যে নাটোরের লালপুর উপজেলার ১০ টি ইউনিয়ন ও বাগাতিপাড়ার ৫ টি ইউনিয়নে এই নির্বাচন। নির্বাচন কমিশন সচিবালয় ৩য় ধাপে ১ হাজার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে।
উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোর-১ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থীদের নাম ঘোষনার সাথে সাথে এ এলাকার রাজনীতিতে সৃষ্টি হবে নতুন মোড়, দেখার অপেক্ষায় তৃনমূল নেতাকর্মীরা। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর এবং ২৮শে নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।