স্টাফ রিপোর্টার নাটোর: নাটোরে নিখোঁজ ৭ বছরের শিশুর বস্তাবন্দি উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ওই শিশু মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে বস্তাবন্দি অবস্থায় গুম করতে চেয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়,লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের ৭ বছরের শিশু জেমি গত বুধবার দুপুরে তার দাদুকে খুজতে গিয়ে নিখোঁজ হয়।আজ সকালে এলাকার একটি ধান ক্ষেত থেকে পলিব্যাগে বন্দি অবস্থায় জেমির লাশ উদ্ধার করে পুলিশ।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। এ বিষয়ে বেশ কয়েকটি টিম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে। এরইমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান ঘটনা যাই হোক অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসবে।