রাজু আহমেদ, নাটোর নিউজ সিংড়া :নাটোরের সিংড়ায় গোলই আফরোজ সরকারী কলেজের বেসরকারী কর্মচারীরা রবিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সরকারী কলেজ গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
ওহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম, সীমা খাতুন, শাহানাজ বেগম প্রমুখ। বক্তারা বলেন, প্রায় ২০ বছর থেকে সরকারী কলেজ গুলো তে বেসরকারি ভাবে হাজার হাজার কর্মচারী কর্মরত রয়েছি।
যারা দীর্ঘদিন থেকে শ্রম দিয়ে আসছে। পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছি। তারা রাজস্বভুক্তি সহ সরকারীকরন না হওয়ায় পর্যন্ত স্কেল অনুযায়ী বেতন দেয়ার দাবি জানান।