ধানের মাঠে এসো
কামাল খাঁ
সবুজ পাতায় সোনালি ধান দোলে
ধানপাতাদের দরদমাখা কোলে
মাঠের পরে মাঠভরা সব ধানে
নানান পাখি মুখরিত গানে।
লেপছে উঠান মায়ে এবং বোনে
আর ক’টা দিন লাগবে বাবা গোণে
পাকা ধানের গন্ধ নাকে লাগে
কাস্তে পোড়ায় কৃষক অনেক আগে।
দেখতে ফলন জমিতে দেয় উঁকি
থাকলে চিটা একটু বাড়ে ঝুঁকি
অনেক শ্রমের ধানটা যেন সোনা
এইটুকুতেই ঝিলিক চোখের কোণা।
হেমন্তে সব যেয়ো ধানের ক্ষেতে
সারাটা গ্রাম উঠবে দেখো মেতে
শহর থেকে যায় না ওসব দেখা
শস্য দিয়ে গাঁ’য়ের মাঠে লেখা।