আপন পর
গোলাম কিবরিয়া
আপন, আপন করে শুধু
মিছে মায়ার খেলা
এ পৃথিবী নয়তো আপন
আপন, আপন খেলা!
আমি আপন-তুমি আপন
আপন বলি সবাই
আসলেই কি সবাই আপন?
বুঝবে তখন ঠেলাই!
ডানে আপন, বামে আপন
সামনে আপন, পিছনে আপন
বিপদ যখন তোমার আপন
দেখবে তখন,
নেইতো তোমার কেহ আপন
এ পৃথিবরি কেহ নয়তো আপন
শুধুই আপন খেলা।