Homeউত্তরবঙ্গনয় ফুট অজগর সাপ উদ্ধা

নয় ফুট অজগর সাপ উদ্ধা

নাটক নিউজ :সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে আলামিনের বাড়ি থেকে নয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সংবাদ পেয়ে আল আমিনের বাড়ি থেকে আটক অবস্থায় অজগরটি উদ্ধার করা হয়। পরে অজগরটি দি বার্ড সেফটি হাউজ সংগঠনের হেফাজতে নিয়েছেন।

 

আল আমিন জানান, গত এক মাস আগে নেত্রকোনা থেকে অজগর সাপটি আমার বাসায় নিয়ে আসি।

গত একমাস ধরে আমার কাছেই ছিল অজগর সাপটি। তিনি বন্যপ্রাণী আইন জানেন না , আগামীতে এই ধরনের কোন কাজও করবেন না বলে জানান।

 

পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, অজগর সাপটি উদ্ধার করে আমার হেফাজতে রেখেছি। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সাথে যোগাযোগ করেছি খুব দ্রুত তাদের কাছে হস্তান্তর করবো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments