Homeগুরুত্বপূর্ণনাটোরের লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউপি নির্বাচনে পাল্টাপাল্টি শোডাউন,স্বতন্ত্র প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ

নাটোরের লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউপি নির্বাচনে পাল্টাপাল্টি শোডাউন,স্বতন্ত্র প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ

নাটোর প্রতিনিধি
১১ নভেম্বর ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থী পাল্টাপাল্টি শোডাউন করেছেন। গতকাল ২৯ নভেম্বর শুক্রবার নির্বাচনী মোটরসাইকেল সহযোগে শোডাউন করেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আলতাব হোসেন। আজ ৩০ অক্টোবর স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামানের শোডাউনে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ। আজ ৩০ অক্টোবর শনিবার দুপুর বারোটার দিকে সদর উপজেলার আহমেদপুর ব্রিজ এলাকা থেকে গণসংযোগ এর উদ্দেশ্যে বিপুলসংখ্যক মোটরসাইকেলসহ স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান এর শোডাউনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশের বাধা দেয়ার কারণে দুর্ঘটনা কবলিত হয় ২/৩ টি মোটরসাইকেল। এতে ২/৩ জন কর্মী সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান জানান, নির্বাচনী শোডাউন কিনা জানিনা। তবে বিপুলসংখ্যক মোটরসাইকেল মহাসড়কে একসঙ্গে চলায় দুর্ঘটনার আশঙ্কা সেগুলো কে ফিরিয়ে দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান জানান, সকলের ক্ষেত্রে সমান প্রচারণার সুযোগ দেয়া হচ্ছে না। আমি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাব লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেয়ার জন্য।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments