নাটোর নিউজ: স্টাফ রিপোর্টার: নাটোর নাটোরের লালপুরে জলাশয়কে কেন্দ্র করে মোখলেছুর রহমান হত্যাকান্ডের ঘটনায় এরশাদ,মন্টু ও সিদ্দিক নামে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব। ঘটনার পরপরই অভিযানে চালিয়ে রাতেই তাদের আটক করে। আজ শনিবার দুপুরে নাটোর র্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, লালপুর উপজেলার ঈশ্বরপুর এলাকার একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে সাহাবুল গ্রুপের সাথে বাদশা গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবারে বাদশাহ গ্রুপের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে মকলেছুর রহমান (৫০)নামে একজন নিহত হয় ও সাকাত আলী(৬৫) নামে একজন গুরুতর আহত হয়।