নাটোর নিউজ বড়াইগ্রাম: বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বড়াইগ্রাম উপজেলায় নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে অসিত দেবকে সভাপতি এবং আতিকুর রহমান পিয়াসকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্যাডে লিখিতভাবে মোট ১৮ জনের নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন স্বাক্ষরিত কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন টিপু, শামীম কবির, খাদেমুল ইসলাম ও মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক-বিজয় হোসেন ও সুজন মাহামুদ, সাংগঠনিক-আব্দুল করিম, শাহীন আলম ও সজিব হোসেন, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন সরকার, দপ্তর সম্পাদক আবুতর খান নয়ন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মাসুদ রানা, বন ও পরিবেশ সোহেল রানা, নির্বাহী সদস্য-নাজমুল হক সরকার, মিজানুর রহমান ও ওসমান আলী।আগামী এক মাসের মধ্যে ঘোষিত কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জেলা কমিটি।