স্টাফ রিপোর্টার নাটোর: নাটোরে প্রকাশ্যে ভোটকেন্দ্রের সিল দিতে বাধা দেওয়ায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একাত্তর টেলিভিশনের সংবাদ সংগ্রাহক আবু মুসাকে মারধর করা হয়।
এ ছাড়াও, অন্যান্য সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে বাঁধা দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। সময় কেন্দ্রে উত্তেজনা দেখা দেয়। পরে বিজিবি ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের বিষয়ে জানতে পেরে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এবং পুলিশ সুপার লিটন কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।