নাটোর নিউজ: নাটোরের সিংড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে একটি মিছিল সিংড়া পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান এর পরিচালনায়
সভায় বক্তব্য রাখেন, সাবেক আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলম বাবু, জেলা পরিষদ সদস্য রায়হান কবির টিটু, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক হান্নান আহমেদ হাসান, সাবেক যুবলীগ নেতা হুমায়ুন কবির বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আনিসুর রহমান লিখন,
উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মিঠু, পৌর যুবলীগ নেতা জনি হাসান লাবু, রাজিব হোসেন সহ ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ। শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।