স্টাফ রিপোর্টার, নাটোর: দ্বিতীয় ধাপে নাটোর সদর উপজেলায় ৭টি এবং বড়াইগ্রাম উপজেলায় ৫টি ইউনিয়নের পরিষদ নির্বাচন সকাল আটটা থেকে শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে।
সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী-পুরুষ নির্বিশেষে সকল ধরনের ভোটারকে ভোট প্রদান করতে দেখা গেছে। নির্বাচনে নিরাপত্তা ব্যবস্তায় সদর উপজেলার ৩ প্লাটুন বিজিবি এবং বড়াইগ্রামে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১৭জন আনসার সদস্য মোতায়েন থাকবে। মোট ২৫৫০জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে। এ
ছাড়া পুলিশ, র্যাব স্টাইকিং ফোর্স হিসাবে টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্টেটগণ ভ্রাম্যমাণ আদালত নিয়ে মাঠে অবস্থান করছেন। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।